আপনজন ডেস্ক: গঠনমূলক সম্পর্কের ক্ষেত্রে জো বাইডেনের সঙ্গে বৈঠকে ‘নতুন যুগের’ দুয়ার খুলেছে বলে মন্তব্য করেছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি-মার্কিন সম্পর্ক একেবারে তলানিতে চলে যাওয়ায় গত সপ্তাহে ন্যাটো সম্মেলনের ফাঁকে রাষ্ট্রপ্রধান হিসেবে এটি ছিল এ দুই নেতার প্রথম বৈঠক। তুরস্ক রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করায় ওয়াশিংটন আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরদোয়ানের শাসনামলে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটার কঠোর সমালোচনা করে।
তবে কেবিনেট বৈঠকের পর এ তুর্কি নেতা বলেন, তিনি ও বাইডেন একটি গঠনমূলক আলোচনা করেছেন এবং দুই দেশের মধ্যে যোগাযোগ চালু রাখার বিভিন্ন উপায় ধরে রাখার ব্যাপারে সম্মত হয়েছেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে আমরা একটি নতুন যুগের দুয়ার খুলে দিয়েছি। আর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের ভিত্তি।’ তিনি বলেন, ‘বাইডেনের সঙ্গে আমাদের আলোচনার ইতিবাচক ইঙ্গিতের ফলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ চ্যানেল জোরদার করে আমরা দেশের জন্য সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা অর্জনে বদ্ধপরিকর।’ এ ক্ষেত্রে ‘তুরস্কের’ একমাত্র দাবি হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের প্রতি সম্মান করা এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাদের লড়াইয়ে সমর্থন জানানো।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct