সাদ্দাম হোসেন মিদ্দে, নিউটাউন: সল্টলেকের নিউটাউন অঞ্চলে ছড়িয়ে থাকা আফ্রিকান ফুটবলারদের পাশে দাঁড়ালেন মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন সচিব তথা বর্তমান সদস্য ওয়াসিম আকরাম। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে কিছু আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এদিন প্রশাসক ফুটবলার ওয়াসিম আকরাম ৪০ জন আফ্রিকি ফুটবলারের সহায়তা করেন। এঁরা সবাই নিউটাউনের রাজা দার ক্যাম্পে থাকেন। নিউটাউনে ছড়িয়ে থাকা আফ্রিকান ফুটবলারা বিভিন্ন অঞ্চলে খেপ খেলে রোজগার করতেন। অতিমারির কারণে বর্তমানে রাজ্যে চলছে কার্যত লকডাউন। ফলে গ্রামীণ খেলাধূলার আসর বন্ধ। পায়ের যাদু দেখিয়ে তাই আয়ের রাস্তাও বন্ধ ফুটবলারদের। ভিনদেশী ফুটবলারদের আয়ের রাস্তা বন্ধ হলেও খরচের রাস্তা সচল। থাকা-খাওয়াসহ আনুসাঙ্গিক খরচ রয়েছে। সেই খরচ জোটাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। খবর পেয়ে তাই সহায়তার লম্বা হাত বাড়ালেন ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম বলেন, ফুটবলের জন্য আমার পরিচিতি। ফুটবলের টানেই তাদের পাশে দাঁড়িয়েছি। ওঁদের জন্য কিছু করতে পারে ভালো লাগছে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct