আপনজন ডেস্ক: রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের অধীনে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোচবিহারের সরকারি দফতরে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিজ্ঞপ্তি নম্বর : DM/Estb/03 Of 2021
মোট শূন্যপদ:৩(ডেটা এন্ট্রি অপারেটর)
শর্ত : আবেদনকারীকে কোচবিহার জেলার বাসিন্দা হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ১) যে কোনও ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট। ২) কম্পিউটারে কাজ করার জ্ঞান (এমএস অফিস প্যাকেজ)। ৩) প্রতি মিনিটে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। ৪) কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা।
বয়সসীমা ১) জেনারেল - উর্ধ্বসীমা ৪০ বছর। ২) ওবিসি - উর্ধ্বসীমা ৪৩ বছর। ৩) এসসি/এসটি - উর্ধ্বসীমা ৪৫ বছর।
বেতন : প্রতি মাসে ১১ হাজার টাকা। কাজের দায়িত্ব : ডেটা এন্ট্রি রিপোর্ট তৈরি করা এবং তা সঠিক ভাবে পরিবেশন করা।
গুরুত্বপূর্ণ দিন ১) আবেদন জমা দেওয়া শুরু - ১৪/০৬/২০২১ ২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ৩০/০৬/২০২১
আবেদনের পদ্ধতি ১) ইমেলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। ২) ইমেল করতে হবে exmcell.dmcbr@gmail.com ঠিকানায়। ৩) http://coochbehar.nic.in/Htmfiles/Occasional/Rupashree140621.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে নেওয়ার পাশাপাশি সেখান থেকেই আবেদনপত্রের পিডিএফ ডাউনলোড করতে হবে। ৪) পূরণ করা আবেদনপত্র শিক্ষাগত, বয়স ও স্থানের প্রমাণপত্র সহ জমা দিতে হবে। ৫) http://coochbehar.nic.in/ ওয়েবসাইটে ঢুকেও বিস্তারিত জানা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct