আপনজন ডেস্ক: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কোন শূন্যপদ : অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (সিভিল/ইঞ্জিনিয়ারিং)
মোট শূন্যপদ : ২৫ শিক্ষাগত যোগ্যতা : যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি।
বয়সসীমা : ১) ২০২১ সালের ২৯ জুন পর্যন্ত আবেদনকারীর বয়স ৩৫ বছর হতে হবে।
২) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।
বেতন : পে লেভেল ১০ অনুযায়ী প্রতি মাসে বেতন ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা।
শারীরিক মাপ: ১) পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬৫ সেন্টিমিটার। বু কের ছাতি ফুলিয়ে এবং না ফুলিয়ে হতে হবে যথাক্রমে ৮৬ ও ৮১ সেন্টিমিটার। উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে ন্যূনতম ৫০ কেজি।
২) মহিলা প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৫৭ সেন্টিমিটার। সেই অনুযায়ী ওজন।
শারীরিক সক্ষমতা : ১) কাছের দৃষ্টি স্বচ্ছ চোখে এন৬, অস্বচ্ছ চোখে এন৯। ২) দূরের দৃষ্টি স্বচ্ছ ৬/৯ বা ৬/১২ এবং অস্বচ্ছ চোখে ৬/৯ বা ৬/১২।
আবেদনের ফি: ১) জেনারেল - ৪০০ টাকা ২) তপশিলি জাতি/উপজাতি এবং মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না। ৩) ইন্ডিয়ান পোস্টাল অর্ডার ও ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে।
আবেদনের পদ্ধতি: ১) অনলাইনে আবেদন করতে হবে। ২) www.crpf.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ৩) অনলাইনে আবেদন করা যাবে ৩০ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত।