সামিম আহমেদ: মূলত চোখ নিয়ে পড়াশুনা করতে হয় এই কোর্সে। স্বাস্থ্য বিজ্ঞানের একটি বিশেষ শাখা হলো দৃষ্টি বিজ্ঞান। অপ্টোমেট্রি পাশ করলে তাদের অপ্টোমেট্রিস্ট বলা হয়। অপ্টোমেট্রিস্ট দের কাজ হলো চোখের প্রাথমিক চিকিৎসা করা। চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। চোখের সঠিক সমস্যা নির্বাচন করে, সমস্যা অনুযায়ী ঔষধ ও চশমা, লেন্স দেওয়া ও ব্যবহারিক পদ্ধতি বলে দেওয়া।
যোগ্যতা: উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি,বায়োলজিতে নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকলেই এই কোর্স এই গুলি করা যায়।
কোর্স: অপ্টোমেট্রি তে ডিপ্লোমা ও ব্যাচেলর দুটো কোর্সই করা যায়।
ডিপ্লোমা ইন অপ্টোমেট্রি: উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি,বায়োলজিতে নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকলেই “স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল “ এন্ট্রান্স টেস্ট এর মাধ্যমে সরকারি কলেজ গুলো তে ভর্তি হওয়া যায়।
“স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল “ এর অধীনে সরকারি কলেজের আসন বিন্যাস
1.NRS (D.OPT)- 8 Seats.
2. CNMC(D.OPT)- 10
3.BMC,BURDWAN(D.OPT)- 6
4.BSME,BANKURA(D.OPT)-4
5.NBMC,DARJEELING(D.OPT)-5
6.MMC,MIDNAPORE (D.OPT)-6
7.RIO,KOLKATA(D.OPT)-20
8.JNM,KALYANI(D.OPT)-10
9.MMC,MALDA(D.OPT)-10
10.MMC,MURSIDABAD(D.OPT)6
11.SDMC, KOLKATA (D.OPT)-5
ব্যাচেলর অফ অপ্টোমেট্রি:
পশ্চিমবঙ্গের কোনো সরকারি মেডিকেল কলেজে এখনও পর্যন্ত ব্যাচেলর কোর্স করানো হয় না। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে অ্যালাইড হেল্থ সাইন্স এর জন্য ২০২১ বিল পাস হয়ে গিয়েছে খুব শীঘ্রই সরকারি কলেজে পড়ানোর চিন্তা ভাবনা নিচ্ছে সরকার। তবে পশ্চিমবঙ্গের বেশ কিছু সরকার স্বীকৃত প্রাইভেট ইউনিভার্সিটি ও মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির অধীনে কলেজ গুলো তে পড়ানো হয়।
প্রাইভেট ইউনিভার্সিটি ও কলেজ
1. Brainware University, North Barasat.
2. The Neotia University, Diamond Harbour.
3.Vidhyasagar College of Optometry and Vision science.
4.All India Institute of Optometrical Science, Kolkata.
5.Dr. K.R Adhikary College of Optometry Paramedical Technology, Kalyani.
6. Paramedical College, Durgapur.
7.NSHM Knowledge Campus, Tallygunge
8.NSHM Knowledge Campus, Durgapur
9.IMS, Mukundapur.
10.Pailan Group, Pailan.
11.George College, Kolkata.
12.Eminent College of Management & Technology.
13. Behala Institute of optometrical Science (Kolkata)
14.Swami Vivekananda University ( Barrackpore)
15.Dooars Academy of Technology & Management.
16. Nimas, North Barasat.
কোর্সে কি পড়তে হয়
Ocular Physiology
Ocular Anatomy
Ocular Microbiology
Visual Optics
Geometrical Optics
Optometric Instrumention
Ocular Disease
Ocular Pharmacology
Contact Lens
Low Vision
Binocular vision
Public Health
Community Optometry
Occupational Optometry
Clinical Optometry
Ortho Optics
Systematic Disease.
অপ্টোমেট্রি শেষে
Master of Optometry
MBA
Junior Optometrist
Clinical Instructor
Junior Manager
Consultant Optometrist
After Completing M.Opt Assistant Professor
Skill Development Officer
Speciality Contact Lens
Perform Vision Therapy
Public Health Officer
Project Manager
Industry CEO
Associate Professor
Medical Superintendent
Senior Consultant Optometrist
Chief Consultant Optometrist
Private Practitionar
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct