এহসানুল হক, বসিরহাট: সিপিএমের কৃষক সভার পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। আবেগে ভাসলেন সিপিএমের কর্মী-সমর্থকরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পরেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় সিপিএম ও বিজেপির পার্টি অফিস দখল করে নেয়। সেই রকম তেমনই ঘটনা ঘটেছিল বসিরহাটের পিফা পঞ্চায়েতের পিফা এলাকায় ,ভোট সমাপ্তি হওয়ার পরে পিফা পঞ্চায়েতের কর্মী-সমর্থকরা কয়েক বছরের কৃষক সভার কার্যালয় দখল নেয়, সিপিএমের কাছ থেকে নিয়ে সেখানে পতাকা তুলে দেয় তারা। এদিন সেই পার্টি অফিসের তালা খুলে দিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তসী ব্যানার্জি, জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল ।উপস্থিত ছিলেন বসিরহাট থানার আই সি সুরিন্দর সিংহ।বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, ব্লক সভাপতি সাহানুর মন্ডল গিয়ে ওই কার্যালয়ের চাবি খুলে দেন, সিপিএমের জেলা কমিটির সদস্য রাজু আহমেদের হাতে । এই ঘটনায় আপ্লুত রাজু আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকের এই ঘটনা আগামীদিনের নজির হয়ে থাকবে। গণতন্ত্রের প্রতি তৃণমূলের বিধায়ক ও ব্লক সভাপতি যে সম্মান দেখালেন তাতে আমরা সত্যি আনান্দিত। বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি বলেন, ‘মমতা ব্যানার্জির সরকার বাংলা গণতন্ত্র চায়। বাংলা সাম্প্রদায়িক শক্তিকে চায় না। বিরোধী আসনে বিজেপি নয় আগামী দিনে সিপিএম আসুক , এটাই আমরা চাই। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে পাশাপাশি সাম্প্রদায়িক শক্তিকে বৃদ্ধি করতে চায় তারা। এদিন বসিরহাট-১ ব্লক সভাপতি শাহানুর মন্ডল বলেন, পার্টি অফিস কেড়ে নেওয়া এটা অন্যায়, বাংলার মানুষ আজকের সুশাসন পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস কোনদিন চাইনা যে অপরকে কষ্ট দেওয়া। এটা এলাকার যারা কর্মী রয়েছে তারা আবেগে করে ফেলেছিল। আমরা খবর পেয়েছিলাম ।কিন্তু লকডাউন থাকার কারণে কাজটি করতে পারেনি। আজ বিধায়কের ও থানার পুলিশকে সঙ্গে নিয়ে তাদের পার্টি অফিস পুনরায় ফিরিয়ে দিলাম এটাই তৃণমূল কংগ্রেসের আদর্শ।
পার্টি সংগঠনের অফিসের দখল হারিয়ে ভেঙে পড়ে সিপিএম নেতা কর্মীরা। ১৯৮৫ সালে তৈরি হয় পার্টি অফিস। দীর্ঘদিনের কার্যালয়। সেখানে ভোটের ফল বেরনোর পর ঢুকতে পারেন নি সিপিএমের কর্মী সমর্থকরা। নেতারা অসহায় হয়ে পড়ে ছিলেন। এদিন তৃণমূলের বিধায়ক , ব্লক সভাপতি এবং বসিরহাট থানার আই সি–র সম্মিলিত প্রচেষ্টায় কৃষক সভার অঞ্চল কার্যালয় ফেরত পেল সিপিএম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct