চিত্ত-রঞ্জন
জয়প্রকাশ কুইরি
_____________
আপনজন: পুরুলিয়া: চরম দারিদ্রতাকেও হার মানিয়ে জীবনে সমস্ত প্রতিকূল পরিস্তিতির মোকাবিলা করে জি বাংলা টিভি চ্যানেলের ডান্স রিয়েলিটি শো “ডান্স বাংলা ডান্স”র মঞ্চে এবার পুরুলিয়া জেলার প্রত্যন্ত রামকানালি গ্রামের ছেলে বাবন বাউরি। জানা যায় শনিবার জি বাংলা টিভির পর্দায় সম্প্রসারিত হয় বাবনের ডান্স পারফরমেন্স। আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় বাবনের ডান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বাবনের ডান্স দেখে মুগ্ধ হয়ে যায় দর্শকরাও। অন্যদিকে বাবনের এই সাফল্যের জন্য গর্বিত পুরুলিয়াবাসী। বাবন জানায় সে আগামীদিনে বড় ডান্সার হতে চাই। তার কথায় আপাতত পার্শ্ববর্তী রেল স্টেশনেই তার প্র্যাক্টিসের একমাত্র জায়গা। যদিও সেখানেই বাবনের কাছ থেকে ছোট ছোট ছেলে মেয়েরা নাচ শেখে। এককথায় খোলা মাঠেই এখন তাদের নাচের স্কুল। যদিও বাবন স্বপ্ন দেখে আগামীদিনে গ্রামে তৈরী করবে বড় একটা নাচের স্কুল। আর সেই স্বপ্ন পূরণ করতেই দীর্ঘ পথ অতিক্রম করে পুরুলিয়ার বাবন বাউরি পৌঁছে গেছে “ ডান্স বাংলা ডান্স”র গ্র্যান্ড অডিশনে। বাবন জানায় তার বাড়িতে রয়েছেন মা ভাই দিদি ও বাবন। বাবনের দুটো স্বপ্ন একটি হলো ডান্স বাংলা ডান্সের স্টেজে সে যদি সিলেকশন হয় তাহলে তার মা কে নিয়ে আসবে মঞ্চে আর সেখানেই বসে বাবনের মা তার ডান্স দেখবে অন্যটি তার গ্রামে একটি ডান্সের স্কুল খুলবে এবং দেখিয়ে দেব ডান্স করেও কেরিয়ার তৈরী করা যায় ও দুমুঠো খাবার জোটানো যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct