বিশেষ প্রতিবেদক, দেগঙ্গা: প্রশাসনিক ও দলীয় স্তরে অত্যন্ত দায়িত্ব নিয়ে বিভিন্ন রকমের জনকল্যাণমুখী কর্মসূচি রূপায়িত করে চলেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা পঞ্চায়েত সমিতি।
বিগত দিনগুলিতে যখনই কোনো সরকারি প্রকল্প কিংবা প্রাকৃতিক বিপর্যয় দেখা গেছে তখনই মানুষের পাশে ঢাল হয়ে হাজির হয়েছে স্থানীয় নেতৃত্ব। গতবছর ঘটে যাওয়া আম্ফান ঘূর্ণিঝড় কিংবা চলতে থাকা করোনা মহামারীর প্রভাবে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে দৈনন্দিন জীবনে তা সামাল দিতে মানুষের পাশে কখনো খাদ্যসামগ্রী আবার কখনো কমিউনিটি কিচেন সহ দুয়ারে ত্রাণ কর্মসূচি ইত্যাদি দায়িত্ব নিয়ে পালন করে এসেছে দেগঙ্গা পঞ্চায়েত সমিতি।
গতকাল সোমবার পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশেষ আলোচনা সভায় উপস্থিত থেকে স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ সাহেব বলেন, মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সহযোগিতায় অত্যন্ত দায়িত্ব নিয়ে পঞ্চায়েত সমিতি যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।
স্থানীয় বিধায়িকা রহিমা মন্ডল এবং সভাপতি মফিদুল হক সাহাজির নেতৃত্বে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে জনমুখী কর্মসূচি পালিত হচ্ছে দেগঙ্গা বিধানসভা এলাকায়।পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব মফিদুল হক সাহাজি বলেন দলীয় নির্দেশ মতো গঙ্গা বাসীর জন্য সব সময় যে কোন জনহিতকর কর্মসূচি সফলভাবে রুপায়ন করার জন্য আমরা সদা তৎপর থাকি। আলোচ্য সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুব্রত মল্লিক, পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ জনাব আনিসুর রহমান বিদেশ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct