সাদ্দাম হোসেন মিদ্দে, কোলকাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত গ্লোবাল এনজিও এক্সপো ২০২১ শে আমন্ত্রণ পেল ন্যাশনাল এ্যান্টি ট্রাফিকিং কমিটি। বৈশ্বিক মহামারীর কারণে গ্লোবাল এনজিও এক্সপো ২০২১ ভারচুয়ালি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ন্যাশলাল এ্যান্টি ট্রাফিকিং কমিটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এনএটিসি বা ন্যাশনাল এ্যান্টি ট্রাফিকিং কমিটির কার্যালয় দক্ষিণ কোলকাতার রুবিতে অবস্থিত। বিদেশে আটকে পড়া ভারতীয় শ্রমিকদের উদ্ধার, মানবপাচার, বিশেষভাবে মহিলা ও শিশু পাচার থেকে উদ্ধারে সহায়তা করে সংস্থাটি। এছাড়াও নানা সামাজিক সহায়তামূলক কাজের সঙ্গে যুক্ত সংস্থার সদস্যরা।
সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ক্ষেত্রে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থাকে অতিথি হিসেবে ডেকে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা গ্লোবাল এনজিও এক্সপো। সংস্থাগুলি কিভাবে কাজ করে তা জানার চেষ্টা করে নিউইয়র্কের সংস্থাটি। এই এক্সপোতে হু ও ইউনিসেফের মতো জাতিসংঘের শাখা সংস্থাও অংশ গ্রহণ করে থাকে। চলতি মাসের ২৬ ও ২৭ তারিখে অনলাইনে অনুষ্ঠিত হবে দুদিনের এই এক্সপো।
ন্যাশনাল এ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিন্নার আলি তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "একটি ইমেলের মাধ্যমে ন্যাশনাল এ্যান্টি ট্রাফিকিং কমিটিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে গ্লোবাল এনজিও এক্সপো। অসংখ্য ধন্যবাদ জানাই তাঁদের। আমি চেয়ারম্যান হিসেবে গর্বিত আমার টিমের এই সাফল্যের স্বীকৃতির জন্য।"
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct