দেবাশিস পাল, মালদা: মালদা জেলা ব্লাড ব্যাংকে রক্তের ভাড়ার শূন্য। লকডাউন ও করোণা আতঙ্কে মানুষ সেভাবে রক্তদানে এগিয়ে আসছে না। যদিও সংশ্লিষ্ট ব্লকের অনেক স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে। রবিবার রক্তের সংকট দূর করতে এগিয়ে এল অচিনতলা এলাকার কিছু সমাজসেবী মানুষ। এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
রবিবার কালিয়াচক-২ ব্লকের অচিনতলা সেবা সমিতির উদ্যোগে অচিনতলা হাই মাদ্রাসা প্রাঙ্গণেএক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনেক জন রক্তদান করেন। উদ্যোক্তা আজিমূল ইসলাম বলেন, সমাজের কল্যাণের জন্য প্রত্যেকের কিছু ভূমিকা পালন করা দরকার। এদিসনর রক্তদান শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষারত্ন শিক্ষিকা তানিয়া রহমত, হোমিও চিকিৎক ড: মুস্তাহিদা খানম, ড: আসরাউল হক, ড: হাজেরুল ইবকার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct