আপনজন ডেস্ক: দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, সবার এটা জেনে রাখা উচিত যে, কোনও ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। প্রশাসনের কোথাও কোনও দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।
নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পর দেওয়া ভাষণে রায়িসি বলেন, তিনি দেশের জনগণের খাদেম বা সেবক হিসেবে কাজ করে যাবেন। কঠোর পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত একটি প্রশাসন গড়ে তুলবেন।
তিনি বলেন, অর্থনৈতিক সংকটে জর্জরিত মানুষের অভিন্ন দুঃখ দুর্দশা লাঘবে তার সরকার এমনভাবে কাজ করবে যাতে সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। ইব্রাহিম রায়িসি বলেন, ইরানের জনগণ চায় না কোনও একজন ব্যক্তি বা কোনও গোষ্ঠী ক্ষমতা ছেড়ে দেবে এবং আরেকজন এসে তার স্থলাভিষিক্ত হয়ে দেশের সুযোগ সুবিধাগুলো নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে নেবে। তাই নির্বাচনের মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আসতে হবে। মানুষের মধ্যে যেন আশার সঞ্চার হয়। আস্থা রাখার মতো অবস্থা তৈরি হয়।
এমন সময়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রায়িসি যখন নিষেধাজ্ঞাসহ নানা কারণে ইরানের অর্থনীতির বেহাল দশায় রয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে বর্তমান বিদায়ী সরকারের শেষ সময় পর্যন্ত মুদ্রাস্ফীতির পরিমাণ ৪৫ শতাংশে গিয়ে দাঁড়াবে যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।
ব্যাপক মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্যের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে, জনগণের নাভিশ্বাস উঠে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে নতুন সরকারের জন্য এটি হবে একটি বিরাট চ্যালেঞ্জ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct