আপনজন ডেস্ক: করোনার নতুন ধরন ল্যাম্বডা আরও মারাত্মক হতে পারে, এই সাবধানবাণী িদল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। অভিযোজন প্রক্রিয়ার ধারাবাহিকতায় করোনাভাইরাসের আর একটি ধরন শনাক্ত হয়েছে দক্ষিণ আমেরিকায়। গ্রীক বর্ণমালা অনুসারে নতুন এই ধরনটির নাম রাখা হয়েছে ‘ল্যাম্বডা’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে এই ধরনটির বিষয়ে উদ্বেগ জানিয়েছে।
শনিবার এক প্রতিবেদনে ডব্লিউএইচওর বরাত দিয়ে চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, গত বছর আগস্টে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সর্বপ্রথম ল্যাম্বডায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। বর্তমানে সেখানে আক্রান্ত করোনা রোগীদের প্রায় ৮১ শতাংশ এই ধরনে আক্রান্ত।
ইতোমধ্যে ইকুয়েডর, আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২৯ টি দেশে করোনাভাইরাসের এই ধরন শনাক্ত হয়েছে। শনিবার ল্যাম্বডাকে বিপজ্জনক ধরন’(ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট) হিসেবে তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও।
এ বিষয়ক এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘এখনই একে ‘গ্লোবাল ভ্যারিয়্যান্ট অব কনসার্ন’ বা বিশ্বব্যাপী উদ্বেগজনক ধরনের তালিকাভুক্ত না করা হলেও যেভাবে এটি দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়ছে, তাতে অদূর ভবিষ্যতে এই ধরনটি উদ্বেগজনক হবে না- এমন আশঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।’
গত এক বছরেরও বেশি সময় ধরে মানুষসহ বিভিন্ন পশুপাখির মধ্যে সংক্রমিত হওয়ার ফলে ক্রমাগত অভিযোজন বা মিউটেশনের মধ্যে দিয়ে গিয়েছে সার্স-কোভ-২ বা করোনাভাইরাস। পরিবেশ পরিস্থিতি ও আক্রান্তের শারিরীক অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার প্রক্রিয়ায় মূল ভাইরাসটির পাশাপাশি এর কয়েকটি পরিবর্তিত/ অভিযোজিত প্রজাতিরও আগমন ঘটেছে পৃথিবীতে, যেগুলোকে বিজ্ঞানের ভাষায় ভ্যারিয়েন্ট বা ধরন বলে উল্লেখ করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে এর আগে মূল করোনাভাইরাসের ৪ টি প্রধান ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল। এগুলো হলো- ব্রিটেন ধরন, ব্রাজিলীয় ধরন, দক্ষিণ আফ্রিকা ধরন ও ভারতীয় ধরন।
এই মুহূর্তে গোটা বিশ্বে আতঙ্ক হিসেবে হাজির হয়েছে ‘ডেল্টা’। ১৫ জুন পর্যন্ত বিশ্বের ৮০টি দেশে সন্ধান মিলেছে ডেল্টা ধরনের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct