জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: সদ্য পেরিয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে খুব সামান্য ভোটের ব্যবধানে নিজের একদা গড় বলরামপুর বিধানসভা কেন্দ্রে হেরে গিয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত। আর এনিয়ে গত ১৫ ই জুন পুনঃনির্বাচনের দাবিতে আদালতের দ্বারস্থ হন মন্ত্রী শান্তিরাম মাহাত। তার অভিযোগ গত বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর অসহযোগিতায় ভোটারদের প্রভাবিত করা, তৃণমূলের এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া ও বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধি লংঘন সহ নানান অভিযোগ তুলে রাজ্যের প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো তথা বলরামপুরের তৃণমূল প্রার্থী বিগত ১৫ জুন কলকাতা উচ্চ আদালতে সুজয় মণ্ডলের মাধ্যমে মামলা দাখিল করেন।
১৮ জুন কলকাতা উচ্চ আদালতের বিচারপতি শুভাশীষ দাসগুপ্তের এজলাসে সেই মামলা গ্রহণযোগ্য হয়। আগামী ১৫ জুলাই মামলার শুনানি হবে। ২৭ মার্চ পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছিল। জানা যায় বলরামপুর বিধানসভা কেন্দ্রে ৮২.০৬ শতাংশ ভোট পড়েছিল। ২মে ভোটের গণনার পর ৪২৩ টি ভোটে হেরে যান শান্তিরাম মাহাত এবং জয়ী হন বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাত।এরপরেই গণনার ৪৪ দিন পর কলকাতা হাইকোর্টে মামলা করেন বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত। বিষয়টি নিয়ে শান্তিবাবু জানান ,আইন জীবির মাধ্যমে ইলেকশন পিটিশন দাখিল করি এবং সেই পিটিশন গ্রহণ করেছেন বিচারপতি।তিনি আরও জানান বিচারপতি নির্দেশ দিয়েছেন রিটারর্নিং অফিসারকে কোন রকম ইলেকশন সংক্রান্ত কোন নথি যেন নষ্ট করা না হয়।আগামী ১৫ জুলাই আবার পুনরায় শুনানির দিন ধার্য্ করেছেন বিচারপতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct