আপনজন ডেস্ক: শেষ ষোলো নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। রবার্তো মানচিনির ইতালির জন্য ওয়েলসের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করার লড়াই। এর সঙ্গে ছিল দুটি ইতিহাস গড়ার হাতছানি। না হারলেই নিজেদের ইতিহাসে টানা অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ, আর জিতলে নিজেদের ইতিহাসে টানা জয়ের রেকর্ড। ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ের সবকিছুই এক সঙ্গে পেল মানচিনির ইতালি।
মানচিনির এ ইতালি যে চিরায়ত কাতানেচ্চিও ফুটবলের ধারক নয় তা আগেই দেখিয়েছে। মানচিনির এ ইতালি রক্ষণাত্মক ফুটবলের খোলস বদলে উপভোগ্য ফুটবল উপহার দিতে চায়। ওয়েলসের বিপক্ষেও ম্যাচের শুরু থেকেই সেই ধারাটা অব্যাহত রেখেছেন পেসিনো-কিয়েসারা।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে সেরা সুযোগটি ইতালি পায় ম্যাচের ৩০ মিনিটে। ফেদেরিকো বেরনারডেস্কির অসাধারণ পাস থেকে করা আন্দ্রেয়া বেলোত্তির শটটি অবশ্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ওই সময় পর্যন্ত ম্যাচে ইতালির বল পজেশন ছিল ৬৯ শতাংশ। এর মধ্যে চারবার গোলে শট নিয়েছে মানচিনির দল, যার দুটিই লক্ষে থেকেছে। মজার ব্যাপার, ৩০ মিনিট পর্যন্ত ওয়েলসের রক্ষণে ইতালি এতটাই চাপ তৈরি করেছে যে এই সময়ের মধ্যে ওয়েলস খেলোয়াড়দের মধ্যে বলে সবচেয়ে বেশি ২৩ বার স্পর্শ ছিল গোলকিপার ড্যানি ওয়ার্ডের!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct