সেক আনোয়ার হোসেন, হলদিয়া: তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে হলদিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শালুক খালি গ্রামের ৭০০ পরিবারের হাতে শুষ্ক খাদ্য সামগ্রিক তুলে দেওয়া হয়। স্বামী স্নেহময়া নন্দজী মহারাজ বলেন মে মাস থেকে জুন মাস পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে কোভিড থেকে ইয়াসে মানুষ চরম সমস্যায় পড়েছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেই যে সমস্ত পরিবার রয়েছে সেই সমস্ত মানুষের পাশে আমাদের মিশন দাঁড়িয়েছে আমরা ৭০০ পরিবারের কাছে পৌঁছানোর নিমিত্ত চেষ্টা করেছি। হলদিয়া পৌরসভার প্রাক্তন পৌরপিতা বর্তমান কাউন্সিলর দেব প্রসাদ মন্ডল বলেন তমলুক রামকৃষ্ণ মিশনকে আন্তরিক অভিনন্দন হলদিয়া পৌরসভার পক্ষ থেকে। সেই সঙ্গেই শিক্ষক কুতুব মল্লিকের ভূয়ষী প্রশংসা করেন স্বামীজী দেবপ্রসাদ মন্ডল। শালুক খালি গ্রামনিবাসি মুস্তাক আলি বলেন আমাদের গ্রামের শিক্ষক কুতুব মল্লিক দীর্ঘদিন ধরে আর্তের সেবাই নিযুক্ত নিজের রোজগারের টাকা দিয়ে সহযোগিতা করে। সাত নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন দেবপ্রসাদ মন্ডল স্থানীয় বাসিন্দাদের অভাব আভিযোগ শুনলেন। যত দ্রুত সম্ভব এখানে পানীয় জলের জন্য টিউবওয়েল, রাস্তা মেরামত সহ অসহায় পরিবারদের বাসস্থানের ব্যবস্থা পৌরসভা থেকে করবেন বলে আশ্বাস দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী স্নেহময়া নন্দজী মহারাজ, শিক্ষক শুকমল পট্টনায়েক, শিক্ষক দীপক বেরা, তমলুক বেতাল বসান রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক চন্দন পট্টোনায়েক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct