মাহাবুব খান, কলকাতা: একদিকে করোনার প্রভাব ও কয়েকদিন থেকেই প্রবল বৃষ্টি আর রয়েছে করোনার নানা বিধিনিষেধ। শনিবার সকাল ৭টার সময় তবুও বৃষ্টিতে ভিজে ভিজে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক চালিয়ে ৮০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে রাফিজা মুন্সি নামে একজন মাকে রক্ত দিলেন সন্তু নামে এক যুকক। নজিরবিহীন চিত্র ধরা পড়ল নদীয়ার কল্যাণীতে। জানা যায় পলাশী এলাকার একজন মায়ের ও নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল ২ দিন রক্ত না পাওয়ায় ইবিএস এর সঙ্গে যোগাযোগ করে এবং ইবিএস এর সক্রিয় সদস্য সুবীর সেনের খবর কানে পৌঁছাতেই সন্তুকে বলে সন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ভিজে ভিজে বাইক চালিয়ে পৌঁছে যান কৃষ্ণনগর শক্তিনগর ব্ল্যাড ব্যাঙ্কে সেখানে দিয়ে রক্ত দিয়ে প্রাণ বাঁচল ওই মায়ের। সন্তু আরও বলেন যে, একজন মা কে রক্ত দিয়ে ভীষণ শান্তি পেলাম। ইবিএস এর পক্ষ থেকে ওসমান গনি খান জানান, রক্তদাতার সুস্থতা কামনা করি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct