আপনজন ডেস্ক: কাল সাউদাম্পটনে শুরু হওয়ার কথা ছিল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। কিন্তু বৃষ্টির কারণে কালকের দিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। অবশেষে আজ শুরু হয়েছে ম্যাচ। টস করতে নেমেই রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ৬১ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড এখন তাঁর। আগের রেকর্ডটি ছিল মহেন্দ্র সিং ধোনির। ৬০ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০১৪ সালে টেস্ট থেকে অবসর গ্রহণ করেন ধোনি। এরপরেই কোহলির কাঁধে আসে ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। মাঝেমধ্যে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও তা মিলিয়ে যেতে সময় লাগেনি। প্রায় সাত বছরের ব্যবধানে ভারতকে ৬১ ম্যাচে নেতৃত্ব দেওয়া তারই প্রমাণ। শুধু ভারতেরই নয়, ক্রিকেটে এশিয়ান দেশগুলোর মধ্যে টেস্টে নেতৃত্ব দেওয়ার রেকর্ডেও সবার ওপরে কোহলি। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুন রানাতুঙ্গা ও পাকিস্তানের মিসবাহ হক যৌথভাবে নেতৃত্ব দিয়েছেন ৫৬ টেস্টে। শুধু এশিয়ার মধ্যে না থেকে রেকর্ডটাকে সব দেশ মিলিয়ে হিসেব করলে সেখানে কোহলি আছেন ছয় নম্বরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct