বাবলু প্রামাণিক, বকখালি: দীর্ঘদিন সরকারি নির্দেশে ট্রলার বন্ধ থাকার পর গত ১৬ জুন থেকে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যেতে শুরু করে। কিন্তু ১৭ তারিখ থেকে আবহাওয়া খারাপ হওয়ায় মৎস্যজীবীদের ট্রলার নিয়ে নিরাপদ স্থানে চলে আসে। কেউ কেউ ফেরে নিজের ঘাটে।
পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর এলাকার "এফ বি তারামা" নামক ট্রলারটি আকাশ পরিষ্কার হবার পর শুক্রবার মাছ ধরতে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ করে মৎস্যজীবীরা লক্ষ্য করে তলা দিয়ে ট্রলারে জল উটছে। চিৎকার চেঁচামেচি শুরু করলে পাশে থাকা পাঁচটি ট্রলার তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। ট্রলারে থাকা ১২জন মৎস্যজীবীকে উদ্ধার করে। ডুবে যাওয়া ট্রলারটি কাছি দিয়ে অন্য ট্রলারগুলির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct