জুলফিকার মোল্যা, হিঙ্গলগঞ্জ: উত্তরপ্রদেশ থেকে হিঙ্গলগঞ্জে আসা মানসিক ভারসাম্যহীনকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছিল হ্যাম রেডিও। তবে এই প্রথম নয়, আগেও একাধিক মানসিক ভারসাম্যহীনকে বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছিল হিঙ্গলগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সদস্যরা ও হ্যাম রেডিওর যৌথ উদ্যোগে। আবারও হিঙ্গলগঞ্জ থেকে এক ভারসাম্যহীনকে উত্তরপ্রদেশের বাড়ি ফেরানোর ব্যবস্থা করল হ্যাম রেডিও।
কয়েকদিন ধরেই বছর সাতাশের এক যুবককে হিঙ্গলগঞ্জের নদীর ধারে, কখনও মন্দিরে চত্বরে আবার কখনও বাজারে ঘোরাফেরা করতে থাকে। স্থানীয় মানুষেরা তার নাম পরিচয় জানার চেষ্টা করলে সে আধো আধো দুর্বোধ্য ভাষায় কি যে বিড়বিড় করতেন, তাও বোঝা যেত না। বেশ কয়েকবার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু কোনওক্রমে গ্রামের নামটা কেবল উচ্চারণ করতে পারে৷ হ্যাম রেডিওর মাধ্যমে ওই ব্যক্তির ছবির তথ্য নিয়ে জানা যায়, ওই ব্যক্তির নাম বীরু চৌহান, তার বাড়ি উত্তরপ্রদেশের বারাণসীর ডোমারিতে। এরপর ওই ব্যক্তির বাবা, মা ও দাদার সাথে যোগাযোগ করা হয় ও ভিডিও কলে কথা বলানো হয়। বহুদিন পর ছেলেকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন মা। ভাইকে নিতে মহারাষ্ট্র থেকে দু’একদিনের তারা বেরিয়ে পড়বেন দাদা। ওই বাড়ির পরিবার হিঙ্গলগঞ্জ পৌঁছালে তাদের হাতে তুলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও সেক্রেটারি অম্বরীশ নাগ বিশ্বাস জানান, ওই ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারলে খুশি হব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct