কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং: গত ১৭ জুন ‘আপনজন’ পত্রিকায় তুলে ধরা হয়েছিল জয়নগর-ক্যানিং সংযোগকারী সেতু চালু হলেও রাস্তা তৈরি না হওয়া তা একেবারে বেহাল অবস্থায় রয়েছে। ‘আপনজন’-প্রকাশিত খবরের জেরে অবশেষে জয়নগর ও ক্যানিং সংলগ্ন ব্রিজের কাজ শুরু হল। এই রাস্তা তৈরির কাজ শুরুর হওয়ায় স্বভাবতই স্থানীয় বাসিন্দারা বেজায় খুশি। বহুদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল সেতুটি। ব্রিজে রাস্তার কাজের উদ্বোধন হওয়ায় অবশেষে সমস্যার সমাধান হতে চলছে বলেই মনে করছেন সাধারণ মানুষ। সূত্রে জানা গিয়েছে দুদিন ধরে শুরু হয়েছে। এই রাস্তার কাজ সম্পূর্ণ করতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে।। যদিও এই কাজ চলাকালীন বন্ধ থাকছে না যাতায়াতের মানুষের জন্য।
উল্লেখ্য, জয়নগর থেকে মূল এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি মালবাহী ও যাত্রীবাহী গাড়ি ক্যানিংয়ের যেতে পারবে। এই রাস্তার সম্পূর্ণ না হওয়ার কারণে। সমস্যার সম্মুখীন হতে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহনের। ঘুর পথে যেতে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে পথযাত্রী মানুষ ও গাড়ি চালক ভাইদেরকে। এলাকাবাসী দীর্ঘ দিনের দাবি থাকলেও বহুবার এই ব্রিজের রাস্তার নির্মাণের কাজ শুরু হওয়ার পরে জমি জটিলতা সহ বিভিন্ন কারণে এই কাজ বন্ধ হয়ে যায় এই ব্রীজের রাস্তাটি। পাশাপাশি দীর্ঘ যানজটের ও মানুষদের যেতে সুবিধা হবে। সমস্যা থেকে মুক্তি পাবেন এলাকাবাসী।
এ বিষয়ে জয়নগর ১ নম্বর ব্লক সভাধিপতি তপন কুমার মন্ডল বলেন। এই কাজ শুরু করতে পেরে খুবই ভালো লাগছে। কারণ বহুদিন ধরেই এই সমস্যা ছিল এই রাস্তায় নিয়ে। মানুষের চলাচলের জন্য করতে পেরে আজ। খুবই ভালো লাগছে।
এছাড়া গ্রামের গ্রামীণ চিকিৎসক জামাল উদ্দিন মণ্ডল বলেন, বিশেষ করে ধন্যবাদ দিতে চাই ‘আপনজন’ পত্রিকাকে। কারণ রাস্তার বেহাল অবস্থার কথা ‘আপনজন’-এর সাংবাদিক তুলে ধরার পর তা প্রশাসনের নজরে আসে। তারপরই প্রশাসন নড়েচড়ে বসায়। তারপর প্রশাসনের তরফে শুরু হয় রাস্তা তৈরি কাজ। তাই আপনজন সাংবাদিককে বিশেষ ভাবে ধন্যবাদ জানান এভাবে জনগণের সমস্যা সংবাদমাধ্যমে তুলে ধরে প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণের জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct