নীরব মোদির ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বা ইডি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বিভিন্ন কোম্পানির নামে ১৩০০০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালিয়েছেন নীরব মোদি। তাকে ধরতে রেড কর্নার নোটিস জারি করা হলেও গ্রেফতার করা যায়নি। এবার ইডি তৎপর হয়ে দেশে ও বিদেশে থাকা নীরব মোদির বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে যেমন জুয়েলারি সামগ্রী রয়েছে, তেমনি বাড়ি ও অন্যান্য সম্পত্তি, ব্যাংক একাউন্ট রয়েছে।
নীরব মোদির নিউ ইয়র্কের দুটি বিলাদবাহুল বাড়ি ও লন্ডনের একটি বাড়ি রয়েছে বাজেয়াপ্তের তালিকায়।
ভারত ও হংকংয়ে ২২.৬৯ কোটি টাকার জুয়েলারি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পাঁচটি ব্যাংক একাউন্টে থাকা ২৭৮ কোটি টাকাও বাজেয়াপ্তের তালিকায় রয়েছে।
উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গেছেন নীরব মোদি। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক হয় চই হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct