আজাহারউদ্দিন, আরামবাগ: টানা দুদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে হুগলির আরামবাগের দারকেশ্বর নদী জলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আরামবাগ পুরসভার পক্ষ হতে মাইকিং করে সাধারণ মানুষদের নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তুলে দেওয়া, খিচুড়ি রান্না করে বিতরণ করা হয় এছাড়া ও নদী বাঁধের উপর মানুষের জন্য ত্রিপল দেওয়া হয় বলে জানান আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী।
সর্বদা তদারকি করছেন আরামবাগ মহাকুমাশাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এর পাশাপাশি খানাকুলের কিশোরপুর বন্যাকবলিত এলাকায় পরিদর্শনে আসেন হুগলির জেলাশাসক দীপাপ্রীয়া পি, ও বি ডিও শান্তনু চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ ন ইমুল হক রাঙা, স্থানীয় প্রধান সন্দীপ বর, প্রধান সেখ হায়দার আলী, ও অন্যান্য নেতৃবৃন্দ। জেলাশাসক বন্যা খতিয়ে দেখে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সকলকেই আশ্বাস দেন প্রশাসন সর্বদা আপনাদের সাথে আছেন। সকলকেই নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct