আপনজনে ডেস্ক: ক্রিকেটের প্রাচীন সংস্করণ টেস্টকে ভিন্নমাত্রা দিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৯ সালে শুরু হয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল। শ্রেষ্ঠত্বের মঞ্চে শিরোপার লড়াইয়ে বাগড়া দিয়েছে বৃষ্টি। একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে ভারতীয় দল। সাউদাম্পটনে ফাইনালের পাঁচ দিন এবং একদিনের রিজার্ভ ডেতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সেটাকে সত্যি করে প্রথম দিনই নেমেছে বৃষ্টি।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তবে বৃষ্টির বাধায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। যদিও বৃষ্টির কথা বিবেচনায় রেখে আগেই একটি রিজার্ভ ডে রেখেছিল আইসিসি।
প্রবল বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয়নি। এমনকি করা যায়নি টসও।প্রথমবারের মতো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আয়োজন করছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। ফাইনালে মুখোমুখি আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ দুই দল নিউজিল্যান্ড ও ভারত।
এর আগে এক সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, আমরা সন্তুষ্ট যে ফাইনালে পৌঁছুতে পেরেছি। ছেলেরা নিজেদেরকে প্রমাণ করেছে। খুব ভালো লাগছে যে, মাঠে কিছু দর্শকও থাকবে। কারণ দর্শক ছাড়া ফাইনাল ম্যাচের আনন্দটা সেভাবে পাওয়া যায়না।
টেস্টের শীর্ষ দুই দলের লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচটাতে নজর থাকবে সময়ের সেরা দুই টেস্ট ব্যাটসম্যান বিরাট কোহলি ও কেইন উইলিয়ামসনের দিকেও।
ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (কিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও উইল ইয়াং।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct