সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: গতবছর ১৬ জুন দেশকে বাচাতে তথা দেশের স্বার্থে শহীদ হন ভারত মাতার বীর সন্তান বীরভূমের ভূমিপুত্র রাজেশ ওরাং। বাড়ি মহম্মদবাজার ব্লকের বেলঘড়িয়া গ্রামে। ভারত চীন সীমান্তের লাদাখে আজকের দিনে শত্রুদের আক্রমণে নিহত হন। সেই দিনের স্মরণে আজ রাজেশ ওরাং এর জন্মভূমি বেলঘড়িয়া গ্রামে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সাইথিয়া বিধানসভার বিধায়ক নিলাবতী সাহা, শহীদের মা মমতা ওরাং, বোন শকুন্তলা ওরাং সহ আত্মীয় স্বজন ও বহু বিশিষ্ট সমাজসেবী গন। স্থানীয় বিধায়ক নিলাবতী সাহা জানিয়েছেন শহীদের গ্রামকে সুন্দর করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জাতীয় সড়কের পাশে থেকে গ্রাম পর্যন্ত কাচা রাস্তা ঢালাই করা হয়েছে, বসানো হয়েছে আবক্ষ মূর্তি।
রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মোতাবেক শহীদের পরিবার তথা তার বোন শকুন্তলা ওরাং কে রাজ্য সরকারের চাকরিতে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য সেদিন ও যেমন বৃষ্টি মুখর ছিল দিনভর আজও সেই বৃষ্টি মুখর দিনে অজস্র মানুষের চোখের জলে বীরভূম জেলার বীর ভূমিপুত্র রাজেশ ওরাং কে স্মরণ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct