আপনজন ডেস্ক: ফুরফুরা দরবার শরীফের মতাদর্শে পরিচালিত উঃ চব্বিশ পরগনা জেলার নিউটাউন রাজারহাট মাঝেরআইট দরবার শরীফের মাদ্রাসায় সামাজিক দূরত্ব বিধি মেনে করোনা মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় আয়োজিত হল আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা।
দোয়ার মাহফিলে দরবার শরীফের মুখ্য নির্দেশক তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি ও উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পীরজাদা আলহাজ্ব এ কে এম ফারহাদ বলেন, আমাদের রাজ্য শান্তি, সম্প্রীতির পীঠস্থান বিগত দিনগুলিতে যেভাবে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ভ্রাতৃত্বের মেলবন্ধনে বসবাস করে এসেছি আগামী দিনেও ঠিক সেই রকম ভাবে বসবাস করব এটা আমাদের প্রত্যয়। বর্তমান সময়ে মহামারী করোনা ভাইরাসের প্রকোপে মানব সভ্যতা যখন সংকটাপন্ন তখন মহান আল্লাহর কাছে একান্ত প্রার্থনা, তিনি যেন এই কঠিন সময় থেকে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে রক্ষা করেন। প্রত্যেককে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এই মজলিশে ফারহাদ সাহেব ছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল মোহিত সাহেব, মাদ্রাসার মোদাররেস হযরত মাওলানা মুফতি সাইফুদ্দিন সাহেব, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আইনুল হক, এটিএম সানাউল্লাহ, ইব্রাহিম লস্কর, হাজী আসরাফ সহ বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct