সজিবুল ইসলাম, জলঙ্গি: সরকারি সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ উঠল ৫ নং খোয়রমারি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় এদিন অন্য পঞ্চায়েত সদস্যরা জলঙ্গি বিডিও শোভন দাসের কাছে লিখিত অভিযোগ করেন, খয়রামারি গ্রাম পঞ্চায়েত প্রধান সেলিনা বিবি পঞ্চায়েতের সিসিটিভি ক্যামেরা ম্যাশিন, কাঠের চেয়ার, টিনের দরজা, ম্যাশিন সহ আরো অনেক কিছু প্রধান তার নিজ কাজে ব্যবহার করছেন। এই বিষয়ে খোয়রমারী অঞ্চল কমিটির কার্যকরী সভাপতি শামীম শেখের দাবি, প্রধান সেলিনা বিবি এটািই প্রথম দুর্নীতি বা চুরির ঘটনা নয়। এর আগেও এমন ঘটনার প্রমাণ হয়েছে। তাই এই রকম প্রধান কে আমরা অঞ্চলে রাখতে চাই না।
অন্যদিকে খয়রমারি অঞ্চলের কনভেনর মোঃ ইউসুফ আলী বলেন যে খয়রামারী গ্রাম পঞ্চায়েত প্রধান সেলিনা বিবিকে দলবিরোধী কাজ করার জন্য দল থেকে বহিস্কার করেছেন। তাই তাকে তৃণমূলের প্রধান আমরা মানি না।আর আমি শুনলাম যে পঞ্চায়েতের অনেক কিছু তার ব্যক্তি গত কাজে লাগাচ্ছেন ।সেই বিষয়ে বিডিও অফিসে লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা চাই প্রশাসন সঠিক বিচার করবেন।এবং অঞ্চলে একটা সৎ ও কাজের মানুষকে এবার প্রধান রূপে দেখতে চাই। এই ঘটনায় প্রধান সেলিনা বিবি কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যে সমস্ত অভিযোগ আমার বিরুদ্ধে আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।আর এসব কিছু দলের মধ্যে থেকে অভিযোগ করছেন।তদন্ত করুক বিডিও অফিস থেকে ,আমাদের পঞ্চায়েতের সমস্ত সরকারি নিয়ম মেনে করা হয় বলেও এদিন তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct