বিশেষ প্রতিবেদক, পটাশপুর: জামাআতে ইসলামী হিন্দ ও তার ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কোভিড রোগীদের সহযোগিতায় কাজ করে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায়। টেলিমেডিসিন, অক্সিজেন, মেডিসিন, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন পরিষেবা দিতে জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি আব্দুর রফিকের নির্দেশে কোভিড টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে ‘কভিড পরিষেবা’ নামে একটি টাস্কফোর্স তৈরি করা হয়েছে। ‘কোভিড পরিষেবা কেন্দ্রর’ যুগ্ম কনভেনর সেক ওলিদ আলি ও বাদরুজ খানের তত্ত্বাবধানে অক্সিজেন পরিষেবার উদ্বোধন করেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। উদ্বোধন অনুষ্ঠানের সূচনা হয় জামাআতে ইসলামী হিন্দের জেলার সহকারী সভাপতি ইকবল হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে।
বিধায়ক উত্তম বারিক বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের পাশে জামায়াতে ইসলামী হিন্দের এই কাজ সত্যি প্রশংসনীয়। জামাআতে ইসলামী হিন্দের পূর্ব মেদিনীপুর জেলার জেলা সভাপতি ডাক্তার রমজান আলী বলেন, কোভিডের দ্বিতীয় ঢেউ-এর কথা মাথায় রেখে আমরা আমাদের টাক্সফোর্স এর কর্মীর সংখ্যা বাড়ানোর কাজ করছি। এসআইও-র জেলা সম্পাদক আজম খান বলেন, সারা জেলা ব্যাপী কোভিড সচেতনতার কাজ কর্মীরা করছেন। তৃতীয় ঢেউ-এর জন্য কর্মীদের প্রশিক্ষণ-এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির জেলা সভাপতি নজরুল আলি খান, শিক্ষক সংগঠন আইটা-র জেলা সভাপতি আব্দুর রউফ, সেক খালিদ অলি, পিলতুম বেগ (কাঁথি মহকুমা হাসপাতাল) প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct