জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: অতিমারী করোনা পরিস্থিতির মধ্যেও মানুষজনকে সচেতন করতে পথে নামল একদল ছাত্র।খুঁজে পাওয়া গেল এক নতুন ছাত্র সমাজ। এই ছাত্ররা না আসক্ত আধুনিকতায়, না আসক্ত প্রেমের ছোয়ায় ! এরা আসক্ত সমাজের গুরু দায়িত্ব পালনে। পুরুলিয়ার বাঘমুন্ডি হাই স্কুলের উচ্চমাধ্যমিক স্তরে পড়া কয়েকজন ছাত্ররা মিলে একটি গ্ৰুপ তৈরি করেন। অতিমারী করোনা পরিস্তিতিতে তারা সিদ্ধান্ত নেন করোনা ভ্যাকসিনের সুফল গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা ও প্রচার করা ছাড়াও করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থাকার। আর এবিষয়ে প্রচার চালানোর জন্য তারা স্থানীয় বাঘমুন্ডি ব্লকে অনুমতি নিতে গেলে ব্লক অফিসের তরফে তাদের সেই প্রচার ও মানুষের পাশে থাকার জন্য সবুজ সংকেত দেন। ইতি মধ্যেই তারা সেখান থেকে অনুমতি পেয়ে ভেকসিনেশনের প্রচার শুরু করলো বাঘমুন্ডির বিস্তীর্ণ ব্লক এলাকা গুলোতে। জানা যায় বাঘমুন্ডি ব্লকের ঘাগরা নামক একটি গ্রামে তারা তাদের প্রথম প্রচার শুরু করেন। প্রচারে অংশ নেন আলাপন রায়, শত্রুঘন শোলাঙ্কি, সাগর রায়, সুমন পরামানিক সহ অন্যরা।
তাদের এদিনের মূল প্রচারের বিষয় ছিল: “ভ্যাকসিন নিয়ে মানুষ মারা যায়না, এটি একটি ভ্রান্ত ধারণা”। এভাবেই তারা সেই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সেই কথা কানে পৌঁছান মানুষজনদের পাশাপাশি সচেতন করেন করোনার বিষয় সম্পের্কেও। ছাত্র গ্ৰুপের পক্ষ থেকে আলাপন রায় জানান, মানুষের পাশে থাকার ইচ্ছে ছোটবেলা থেকেই ছিল। বাস্তবে এইভাবেই মানুষকে সচেতন করতে পেরে এবং সাধারণ মানুষের হয়ে কাজ করতে পেরে খুবই ধন্য মনে করছি আমরা। এই কাজে পনেরো জন ছাত্র জড়িত রয়েছে। তারা সকলেই বাঘমুন্ডি ব্লক এলাকারই ছেলে। তিনি আরও বলেন বর্তমান সময়ে এলাকার অনেক মানুষজন আতঙ্কের কারণে করোনার ভ্যাকসিন নিতে চাইছেন না, তাই মানুষের মনে সেই আতঙ্ক কাটাতে আমাদের এরকম প্রচেষ্টা।এই কর্মকান্ডে ছাত্রদের খুবই প্রশংসা করেছেন বাঘমুন্ডি হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী নিবারণ চন্দ্র মাহাত। তিনি বলেন, ছাত্র সমাজের শিক্ষার মান আসল জায়গাতে কাজে লাগাচ্ছে তারা। এভাবেই তারা সেই পথে চলুক তাদের ভবিষ্যতের লক্ষ্য পূরণ হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct