জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: মাটির সৃষ্টি প্রকল্পের কাজ দেখতে এবং ১০০ দিনের কাজে জোর দেওয়ার জন্য বুধবার ঝালদা মহকুমা শাসক সুবর্ণ রায়, বাঘমুন্ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ ও বিধায়ক সুশান্ত মাহাত বাঘমুন্ডি থানার সেরেংডি ও সিন্দরী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।বৃষ্টির মাঝেও তারা মানুষকে উৎসাহ দেন ১০০ দিনের কাজে যোগ দিতে সঙ্গে করেন করোনা সচেতনতা। গত বছর লকডাউনের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেই রুক্ষ জেলা গুলোতে মাটির সৃষ্টি প্রকল্পের ঘোষণা করেছিলেন। জানা যায় এই প্রকল্পে বন্ধ্যা জমিতে সবুজায়নই লক্ষ্য।
তাই কোথাও করা হচ্ছে চাষ কোথাও বা ফলের বাগান তো আবার কোথাও ছোট ছোট ডোবা খনন করে মাছ চাষ। ১০০ দিনের কাজেই বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প গুলি।পাহাড়ি এলাকায় এই প্রকল্প গুলি কিভাবে রূপায়িত হচ্ছে তাই দেখেন তারা এদিন। মহকুমা শাসক সুবর্ণ রায় বলেন ,বাঘমুন্ডি ব্লক এলাকায় ১০০ দিনের কাজ ,মাটির সৃষ্টি প্রকল্পের কাজ খতিয়ে দেখা হলো। পাশাপাশি করোনা বিষয়ক সচেতনতা করা হল এলাকার মানুষজনদের ও ভেকসিনেশন বিষয়ে সেরেংডি গ্রাম পঞ্চায়েত সদস্য ও কর্মচারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করা হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct