আপনজন ডেস্ক: ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন-টাওয়ারে হামলার জেরে আফগানিস্তানে আক্রমণ করে মার্কিন বাহিনী। প্রায় দুই দশকের যুদ্ধ-বিধ্বস্ত দেশটি থেকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সকল বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটো সেনা প্রত্যাহার শুরু করেছে।
এই সেনা প্রত্যাহারের মধ্যে শক্তির লড়াইয়ে অবতীর্ণ হয়েছে তালেবান ও সরকারি বাহিনী। সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আফগানিস্তানের সরকারি বাহিনী এবং তালিবানের মধ্যে অন্তত ৮০টি জেলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে।
স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে, এই শক্তির লড়াইয়ে কোথাও তালিবানরা এগিয়ে আছে আবার কোথাও এগিয়ে আছে সরকারি বাহিনী। আবার আফগানিস্তানের কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে সরকারি বাহিনী কিংবা তালিবান কেউ কাউকে পরাজিত করতে পারছে না।
আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, গত দুই মাসে তালেবানের কাছে আফগানিস্তানের অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ এলাকার পতন হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct