আপনজন ডেস্ক: পবিত্র হজ ও উমরাহ পালনের সময় এবার ইহরাম পরার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। হজ ও উমরাহর সময় হাজিরা যে দুই খণ্ড শ্বেতবস্ত্র পরিধান করেন সেটিকে সবাই ইহরাম নামে চিনে। একেবারেই সাধারণ সেলাইবিহীন ওই সুতি কাপড় পরে হজের আনুষ্ঠানিকতা সারেন ধর্মপ্রাণ মুসলিমরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার আধুনিক হচ্ছে সেই ইহরাম। তবে নকশায় নয়, মূলত ইহরামের কাপড়ের গঠনশৈলীতে আসছে বড় ধরনের পরিবর্তন। ন্যানো টেকনোলজি ব্যবহার করে ব্যাকিটিরিয়া রোধক কাপড়ের ব্যবস্তা হচ্ছে। বাণিজ্যিকভাবে ২০৩০ সাল থেকে এর ব্যবহার শুরু হবে।
এ ব্যাপারে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ন্যানোটেকনোলজি সংযুক্ত এবং ব্যাকটেরিয়া-প্রতিরোধী বিশেষ কাপড় দিয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক ইহরাম। সৌদি উদ্ভাবক হামাদ আল-ইয়ামি আবিষ্কৃত এবং পাকিস্তানে তৈরি এ ধরনের ইহরাম প্রথম ব্যবহৃত হয়েছে ২০২০ সালে হজের সময়। জানা যায়, ন্যানোটেকনোলজি সংযুক্ত কাপড়টি ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি প্রতিরোধ করতে সক্ষম। এটি শতভাগ তুলার সুতো দিয়ে তৈরি এবং ৯০ বারের বেশি ধোয়া এটি যাবে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তৈরি ইহরামে ব্যবহার্য এই কাপড়ের অনুমোদন দিয়েছে সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশন (এসএএসও)।
এখনই বাজারে সহজলভ্য হবে না এই অত্যাধুনিক ইহরাম। তবে এবারের হজেও অত্যাধুনিক কাপড়ের ইহরাম ব্যবহৃত হবে এবং ২০৩০ সাল থেকে সাধারণ কাপড়ের বদলে বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু হবে বলে জানা গেছে।
করোনাভাইরাস মহামারির কারণে টানা দ্বিতীয় বছর শুধু স্থানীয়দেরই হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের মধ্যে যারা টিকা নিয়েছেন এবং যাদের কোনো গুরুতর অসুখ নেই, তারাই কেবল হজের অনুমতি পাবেন। মাত্র ৬০ হাজার জন হজের অনুমতি দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct