আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রতিক্ষীত বৈঠকের প্রথম দফা শেষ হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। হোয়াইট হাউজ প্রেস উইংয়ের বরাতে জানা যায়, প্রথম দফার বৈঠকটি সংক্ষিপ্ত আকারে করা হয়েছে। দেড় ঘণ্টা ধরে দুই নেতা নিজেদের মধ্যে একান্ত আলোচনা করেছেন বলে জানা গেছে। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ও রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরোভ।
জানা যায়, প্রথম দফা বৈঠক শেষে ৪৫ মিনিটের বিরতি নেবে দুই পক্ষ। এরপর আবার দ্বিতীয় দফায় বৈঠকে বসবে তারা। দ্বিতীয় দফার বৈঠকটি দীর্ঘ হবে। সেখানে বাইডেন ও পুতিন উভয়ের একাধিক পরামর্শক যোগ দেবেন। ধারণা করা হচ্ছে তাদের বৈঠকটি সব মিলিয়ে ৪ থেকে ৫ ঘণ্টা দীর্ঘ হতে পারে।
বৈঠকের জন্য গতকাল রাতে জেনেভায় পৌছেছেন বাইডেন। আর আজ স্থানীয় সময় দুপুর ১২টায় সেখানে পৌছেছেন পুতিন। উভয়কেই স্বাগতম জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাউ পারমেলিন। বৈঠকের জন্য বিমানবন্দর থেকে জেনেভার ভিলা লা ফ্রেঞ্জে সরাসরি চলে যান পুতিন। তারপরেই সেখানে উপস্থিত হন বাইডেন।
বৈঠক শুরুর আগে বাইডেন ও পুতিনকে পাশে নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে পারমেলিন বলেন, আশা করছি এই বৈঠক ফলপ্রসূ হবে। উভয় দেশেই এতে লাভবান হবে। আশা করছি এখান থেকে বিশ্বশান্তির জন্য কিছু বের হয়ে আসবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct