কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং: জয়নগর ও ক্যানিং এর সংযোগকারী সেতু চালু হয়েও বেকার। পথযাত্রী মানুষজনদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ওই দিকে বর্ষা শুরু হয়ে গেছে। তাতে রাস্তায় প্যাচপ্যাচে কাদার মধ্যে হাঁটতে হচ্ছে। তাও এ রাস্তা দিয়ে সাধারন মানুষের যেতে হচ্ছে তাদের গন্তব্য স্থানে। পিয়ালী নদীর উপর গড়ে ওঠা এই সেতু। দ্রুত তৈরি করুক এই সেতু চালু। দুর্ঘটনা থেকে বাঁচা যাবে নইলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। বলছেন পথযাত্রী ও এলাকার মানুষজন। পথযাত্রী মাধবী গায়েন, সব্যসাচী বিশ্বাস, মধুমিতা নস্কর ও স্থানীয় বাসিন্দা হাবিবুর সেখ স্থানীয় ও পথযাত্রী মানুষের এমনই অভিযোগ। ও বাইক, অটো, টোটো এসমস্ত যানবাহনে ব্রীজের উপরে তুলে দিতে হলে দিতে হচ্ছে টাকা। এমন কাজ করে দিচ্ছে স্থানীয় এলাকার ছেলেরা। এটি চালু হয়েও বেকার হওয়ায় কয়েক হাজার হাজার মানুষকে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।
অভিযোগ এলাকার মানুষের। জয়নগর ১ নম্বর ব্লক ও ক্যানিং ১ নম্বর ব্লকের সীমানায় পিয়ালি নদীর তীরে সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে ধোসা সেতুর কাজ শুরু হয়েছিল ২০১০ সালের ৭ ই জানুয়ারি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলির শিলান্যাসের মধ্যে দিয়ে। তাঁর পরে এই কয়েক বছরে সেতুর কাজ শেষ হয়। এলাকার মানুষেরা ভেবেছিলো যে তাঁরা খুব কম সময়ে ক্যানিং ও জয়নগর এলাকার মধ্যে যাতায়াত করতে পারবে। তবে জানেনা কবে তাদের স্বপ্ন পূরণ হবে। তাদের এই দুর্দশা থেকে। তবে তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। তবে তাদের স্বপ্ন পূরণ হলো না। সম্পূর্ণ না হওয়ার ফলে গাড়িচালক ভাইয়েরা এবং সাধারন মানুষেরা ক্ষোভে ফেটে পড়ছে। তারা বলেন, খাড়াই রাস্তা দিয়ে উঠতে আমাদের দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা হাবিবুর সেখ নামের যুবক বলেন এ বিষয়ে জয়নগর ধোসা চন্দনেশ্বর অঞ্চলের পঞ্চায়েতকে ও বিধায়ককে জানিয়েও কোন সুরাহা মেলেনি, এমনই অভিযোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct