সজিবুল ইসলাম, ডোমকল: এ যেনো এক আস্ত পুকুর বা জলাশয়। এমনটাই মনে হবে দূর থেকে দেখলে। চলাফেরার অযোগ্য হয়ে পড়েছে রাস্তা। গাড়ি ঘোড়াতো দূরের কথা সাধারণ মানুষের চলাফেরার অযোগ্য হয়ে পড়েছে বলে জানান স্থানীয় মানুষ জন। এমনি এক রাস্তার ঘটনা সামনে এসেছে। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার টেকারায়পুর বালুমাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টেকা নতুন পাড়া মোড়ের রাস্তার বেহাল দশা।
এদিন এক অভিনব পদ্ধতিতে রাস্তা মেরামতের আবেদন করলেন এলাকাবাসী। গ্রামবাসীর বক্তব্য আজ আমরা পাট পচাতে দিয়ে, মাছ ছেড়ে সরকারের কাছে আবেদন করলাম রাস্তা মেরামতের। তবে এ রাস্তা ঠিক না হলে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো।
পাশাপাশি তারা আরও বলেন দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তার বেহাল দশা হয়ে পড়ে আছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় দশ হাজার মানুষ যাতায়াতের সঙ্গে সঙ্গে হাজার হাজার যানচলাচল করে। তাই সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করার আবেদন করছি। বিক্ষোভকারীরা জানান যে অতি শীঘ্রই রাস্তা মেরামতের কাজ শুরু করতে হবে।
এই ঘটনার পরে টেকারায় পুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সৌভিক ঘোষ জানান যে এই রাস্তাটা জেলা পরিষদের তার পরেও আমরা বিধায়ক সৌমিক হোসেনের নির্দেশে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি দল রাস্তা পরিদর্শন করে আসেন এবং কিছু জায়গায় মাল পড়তে শুরু করেছে। রিপেয়ারিং করার জন্য। তবে কিছুটা সময় লাগবে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। কাজ করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এখন দেখার যে কত তাড়াতাড়ি এই রাস্তার কাজ শুরু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct