সজিবুল ইসলাম, ডোমকল: বর্তমান পরিস্থিতিতে রক্তের যোগানে ক্রমশই ঘরটি দেখা দিচ্ছে। করোনার পাশাপাশি বিভিন্ন রোগ মানুষের জীবন কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত যার মূল কারণ রক্তের ঘাটতি। আর সেই রক্তের ঘাটতি কমাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার নির্দেশে ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এসডিপিও অফিসে।
এদিন এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী বলেন যে হারে রক্তের যোগান কমে যাচ্ছে সেই পরিস্থিতে রক্তের যোগান দিতেই আমদের এই উদ্যোগ। আর এই উদ্যোগ চলতে থাকবে বলেও এদিন জানিয়েছেন এসডিপিও।
অন্য দিকে এসডিও রাজিব মন্ডল এদিনের রক্তদানের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বলেন প্রথমেই ধন্যবাদ জানান এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীকে তাঁর এই উদ্যোগকেও । আমি সকল সরকারি অফিসে এই কঠিন সময়ে এই রকম রক্তদানের বেশি বেশি করে ব্যবস্থা যেনো করা হয় সেই বিষয়ে চেষ্টা করবো।
এই রক্তদান শিবিরে প্রায় ১০০জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের রক্তদানে উপস্থিত ছিলেন ডোমকল মহাকুমা শাসক রাজীব মন্ডল, ডোমকল আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী সহ ডোমকল সিআই, আইসি ও মহকুমার সমস্ত থানার ওসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct