আপনজন ডেস্ক: বর্তমান সময়ে একটি প্রশ্ন সবার মনে মনে ঘুরছে। মানবতা এখনো বেঁচে আছে কী? এই পরিস্থিতিতে তেমনি এক মানবিক মুখ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসের স্কলারশিপ বিভাগের ক্লার্ক সুদীপ দাশের। গত ৯ জুন আলিপুর ক্যাম্পাসের স্নাতকোত্তর চার জন ছাত্র তারা তাদের স্কলারশিপ ফর্ম আবেদন করলেও হার্ড কপি জমা দিতে পারেনি ক্যাম্পাসে কারণ রাজ্য জুড়ে লকডাউন ও কোভিড পরিস্থিতি থাকায়। সেই মতো পরিস্থিতিতে সুদীপ দাশ এই চার জনের ছাত্রের নাম এবং বাবার নাম অনলাইনের আবেদন পত্র থেকে জোগাড় করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে পাঠান ও সঙ্গে সুদীপ দাশের মোবাইল নম্বর দিয়ে ফোন করতে বলে। পরবর্তীতে চার ছাত্র তার সঙ্গে যোগাযোগ করে এবং তাদের হার্ড কপি জমা দেবার জন্য বলেন কিন্তু সেই সমস্ত ছাত্রের বাড়ি রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলায় হওয়ায় সুদীপ দাশ তার হোয়াটসঅ্যাপ পাঠাতে বলে হার্ড কপির সমস্ত কাগজ পত্রগুলো এবং ১২ জুন চার ছাত্রের স্কলারশিপ ইনস্টিটিউট লেভেল যাচাই করা হয়। আলিপুর ক্যাম্পাসের এক ছাত্র বলে সুদীপ স্যার অত্যন্ত ভালো মনের একজন মানুষ তিনি সব সময় ছাত্র ছাত্রীদের সঙ্গে বন্ধু সুবল আচরণ করেন ও ছাত্রদের স্কলারশিপ বিষয়ক সব সমস্যার সমাধান করে থাকেন। দর্শন থেকে ইতিহাস আলিপুর ক্যাম্পাসের সমস্ত বিভাগের ছাত্ররা তার প্রশংসায় পঞ্চমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct