মেদিনীপুর: বিজ্ঞান শিক্ষার প্রসার এবং বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেদিনীপুর সিটি কলেজ। সমস্ত রকম সীমাবদ্ধতাকে দূরে সরিয়ে জগৎসভায় স্থান করে নিলেন জঙ্গলমহল জেলার এই কলেজের একজন গবেষক অধ্যাপক। সম্প্রতি প্রকাশিত বিশ্বের গবেষকদের তালিকায় স্থান করে নিলেন সদ্য চার বছরে পদার্পণ করা মহাবিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক কুন্তল ঘোষ। তার এই কৃতিত্বে গর্বিত গোটা মহাবিদ্যালয়। খুশির হাওয়া মহাবিদ্যালয় জুড়ে।
প্রতিবছরই বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে গবেষণা হয়, তার নিরিখে বিজ্ঞানীদের অবস্থান দেখা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্ববিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয় রাঙ্কিং এর তালিকা অনুযায়ী দেখা গেল, কুন্তল বাবু গোটা এশিয়াতে রাঙ্কিং এর স্থান ৭৮১০৩ আর দেশে রাঙ্কিং এর স্থান ৭৫৬৩। এই তালিকা তৈরির ক্ষেত্রে প্রকাশিত ও স্বীকৃত গবেষণাপত্রের নিরিখে বেছে নেওয়া হয়েছে ওই অধ্যাপককে। তালিকা দেখে স্বভাবতই খুশি মহাবিদ্যালয় এর কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষ বলেন, "বিশ্বসেরা তালিকায় আমাদের মহাবিদ্যালয়ের একজন অধ্যাপক স্থান পেয়েছেন। এটি আমাদের কাছে খুবই গর্বের বিষয়।” মহাবিদ্যালয় এর পরিকাঠামোগত বহু প্রতিকূলতাকে দূরে সরিয়ে তাঁর এই স্থান মহাবিদ্যালয়ের পালকে এক অন্য মাত্রা যোগ করলো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct