আপনজন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রতি পাঁচ মিনিটে মারা যাচ্ছে অন্তত একটি শিশু। এছাড়া, দেশটির মোট হাসপাতালের শতকরা ৫০ ভাগ সেবা দেওয়ার মতো ব্যবস্থা এখন আর নেই। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব আল-কুব্বাত এসব তথ্য জানিয়েছেন। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসন ও অবরোধের কারণে দেশটিতে এই অবস্থা সৃষ্টি হয়েছে। সৌদি জোটের আগ্রাসন ও অবরোধের কারণে ইয়েমেনের স্বাস্থ্যখাতের ওপরে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে সে সম্পর্কে এক প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে এসব তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, সৌদি জোটের আগ্রাসনের কারণে ইয়েমেনের মোট ৫২৭টি হাসপাতাল সম্পূর্ণ কিংবা আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আল-কুব্বাতি যে প্রতিবেদন তুলে ধরেছেন তাতে বলা হয়েছে, প্রতিবছরই ইয়েমেনে অন্তত আট হাজার নারী মারা যাচ্ছে এবং দুই কোটি ৬০ লাখ শিশু মারাত্মক অপুষ্টির শিকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct