আপনজন ডেস্ক: এস ডি পি আই রাজ্যব্যাপী কৃষক আন্দোলন গড়ে তোলার পথে নামছে। মঙ্গলবার বহরমপুরে এসডিপিআই এর রাজ্য কমিটি এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ জুন সংযুক্ত কৃষক আন্দোলন গোটা দেশব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছে তাকে সর্বতোভাবে সমর্থন জানিয়ে গোটা রাজ্যব্যাপী কর্মসূচি পালন করবে । আরও সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২১ জুন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের ১২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। ২০০৯ সালের ২১ জুন দিল্লিতে এসডিপিআই এর প্রতিষ্ঠা করা হয়। তার পর প্রতি বছর গোটা দেশেই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এ বছরও রাজ্যে কোভিড নির্দেশিকা মেনে প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। প্রতিটি শাখায় দলের পতাকা উত্তোলন, এলাকায় রাস্তাঘাট , বিভিন্ন প্রতিষ্ঠান পরিস্কার, কেন্দ্রিয় সরকারের বিভিন্ন কাজের প্রতিবাদ করে কর্মসূচি পালন করা হবে।
সভায় জ্বালানি তেল, গ্যাস, চাষের উপকরণের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রিয় সরকারের সমালোচনা করে দাবি জানানো হয় এ সব জিনিসের দাম কমানোর জন্য। কেন্দ্রিয় সরকার বাংলা ভাগের যে চক্রান্ত করছে সভায় তার তীব্র সমালোচনা করে কেন্দ্রিয় সরকারকে হুঁশিয়ার করে দেওয়া হয় যেন কেন্দ্রিয় সরকার বাংলা ভাগের
চক্রান্ত বন্ধ করে। সমস্ত রাজ্যবাসীর কাছে আবেদন জানানো হয় ঐক্যবদ্ধ ভাবে বিজেপির বাঙালির বিরুদ্ধে এ চক্রান্তকে রুখে দিতে। সভায় রাজ্য সরকারের কাছে আবারো জোরালো দাবি করা হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। সভা মত প্রকাশ করে হোম সেন্টার করে পরীক্ষা গ্ৰহণ করলে কোভিড নির্দেশিকা মেনে পরীক্ষা দিতে কোন অসুবিধা হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct