আপনজন ডেস্ক: ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল, হাঙ্গেরি পর্তুগালকে আটকে রাখবে তো বটেই, বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে পুরো তিন পয়েন্টও পকেটে পুরে ফেলতে পারে।
কিন্তু যে দলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো একজন আছেন, সে দল শেষের আগে হাল ছাড়ে কী করে? পর্তুগাল ছাড়েনি। শেষমেশ তাই বড় এক জয় নিয়েই মাঠ ছেড়েছেন রোনাল্ডোরা। নিজেদের মাঠে অন্তত এক পয়েন্টের আশায় খেলতে থাকা হাঙ্গেরি শেষদিকের পর্তুগিজ ঝড় আটকাতে পারেনি। শেষ আট মিনিটে তিন গোল খেয়ে হেরে বসেছে ৩-০ গোলে।
নিজে দুই গোল করে পুসকাস অ্যারেনায় দুই গোল করে কোনো হাঙ্গেরিয়ান রূপকথা হতে দেননি রোনাল্ডো নিজেই। বরং নিজের রূপকথার মতো ক্যারিয়ারে যোগ করেছেন আরও দুটি রেকর্ড।
সবচেয়ে বেশি পাঁচটি ইউরোতে খেলার রেকর্ড তো মাঠে নামতেই হয়ে গেছে। এক গোল করলে রোনাল্ডো ইউরোর মূল টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের শীর্ষে তাঁর সঙ্গে থাকা ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনিকেও ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। রোনাল্ডো করলেন দুই গোল। ইউরোতে তাঁর গোল এখন ১১টি, প্লাতিনির ৯টি।
রোনাল্ডোদের দলের ম্যাচের পাশাপাশি হাঙ্গেরির এই ম্যাচের আরেকটা বড় আকর্ষণ ছিল গ্যালারি। এবারের ইউরো যে ১১ দেশের ১১ শহরের ১১ ভেন্যুতে হচ্ছে, তার মধ্যে এই একটা ভেন্যুতেই শতভাগ দর্শক থাকবে বলে টুর্নামেন্ট শুরুর আগে ঘোষণা দেওয়া হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct