আপনজনে ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনারে খেলার জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিল বিসিসিআউ। ১৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের যে দল ঘোষণা বিসিসিআই তাতে নেই রাহুল, ময়াঙ্ক, অক্ষর, শার্দুল। ইংল্যান্ড সফরে টেস্ট দলে জায়গা পাননি হার্দিক পান্ডিয়া। আর সেই কারণেই মনে করা হয়েছিল শার্দুল ঠাকুরকে অলরাউন্ডার হিসাবে ভাবা হচ্ছে দলে। তবে তাঁকেও দলে রাখেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারত অবশ্য জোরে বোলার মহম্মদ সিরাজ এবং মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারীর নাম রেখেছে এই ১৫ সদস্যের প্রাথমিক দলে। সিনিয়র পেসার উমেশ যাদবও জায়গা পেয়েছেন এই দলে।
বিসিসিআই স্পষ্টভাবে একটি ইঙ্গিত দিয়ে জানিয়ে দিচ্ছে যে রোহিত শর্মা এবং শুভমন গিল, যারা অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত ক্রিকেট খেলেছিলেন ওপেনিংয়ে তাঁদেরই রাখা হতে পারে ওপেনিং জুটিতে। শুধু তাই নয় ১৫ জনের স্কোয়াডে লোকেশ রাহুল বা ময়াঙ্ক আগরওয়ালকে ব্যাটসম্যানকে হিসাবে রাখেনি ভারত। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ময়াঙ্ক এবং রাহুলের মতো এই পাঁচজন খেলোয়াড় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা পাননি ১৫ জনের ভারতীয় দলে। তবে এই ক্রিকেটারদের মধ্যে শার্দুল, ওয়াশিংটনরা অতীতে অস্ট্রেলিয়ায় ভারতকে জিততে সাহায্য করেছিল। একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্টে ভালো খেলেছিল অক্ষর প্যাটেল।
ভারত তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বলেই মনে করা হচ্ছে। ঋদ্ধিমান সাহা প্লেয়িং ইলেভেনে খেলার সম্ভাবনা কম তবে ঋষভ পন্থের ব্যাক-আপ উইকেটরক্ষক হিসাবে দলে জায়গা পেয়েছেন তিনি।
ডাব্লুটিসি ফাইনালের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ (উইকেটকিপার), হনুমা বিহারী, আর আশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, ঈশান্ত শর্মা, মহম্মদ সিরাজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct