আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের জন্য গত বছরের মতো এ বছরও সৌদি আরব বিদেশিদের জন্য হজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তার পরিপ্রেক্ষিতে হজ কমিটি অফ ইন্ডিয়া মঙ্গলবার ঘোষণা করেছে, যে সমস্ত ভারতীয় এ বছর হজে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তাদের সেই আবেদন বাতিল করা হল।
উল্লেখ্য, দিন কয়েক আগে সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়ে দিয়েছিল, কোনও বিদেশি নয়, এ বছর শুধুমাত্র ৬০ হাজার সৌদির নাগরিক ও বাসিন্দা হজের সুযোগ পাবেন। সেই মতো আবেদন প্রক্রিয়া শুরু হযে গিয়েছে রবিবার। তবে আগে সৌদি সরকার জানিয়েছিল ৬০ হাজার বিদেশিকে হজে যাওয়ার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে ভারত থেকে মাত্র পাঁচ হাজার মুসলিম হজে যাওয়ার সুযোগ পেতে পারেন বলে কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু সৌদি সরকার বিদেশিদের জন্য হজ বাতিল করে দেওয়ায় সেই সম্ভাবনা আর নেই।
তাই, হজ কমিটি অফ ইন্ডিয়ার সিইও মকসুদ আহমেদ খান মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, কেন্দ্রীয় হজ কমিটি সিদ্ধান্ত নিয়েছে ২০২১ সালে যে সমস্ত ভারতীয় হজের জন্য আবেদন জানিয়েছিলেন, তাদের সবার আবেদন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় হজ কমিটি সূত্রের খবর, যে সমস্ত আবেদনকারী হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন, তাদেরকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য গুলিকে নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে। আরও জানা গেছে, করোনা সংক্রমণের জন্য অনলাইনে টাকা ফেরতের আবেদন জানাতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct