জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: বিহারে ফুল বিক্রি করতে গিয়ে গত শুক্রবার পুরুলিয়ার বলরামপুর থানা এলাকার পাড়কিডি গ্রামের চার জনের মৃত্য হয় বজ্রাঘাতে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিহারের পাটনায় বজ্রঘাতে নিহত ও আহতদের পরিজনদের সাথে বলরামপুরের পাড়কিডি গ্রামে গিয়ে দেখা করে সমবেদনা জানালেন নারী ও শিশু কল্যাণ বিভাগের মন্ত্রী মাননীয়া শশী পাঁজা, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারাণী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জী সহ জেলা তৃণমূল নেতৃত্ব। মর্মান্তিক এই ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়। জানা যায় নিহত ২ জনের পরিবারকে ২ লক্ষ টাকা, একই পরিবারের নিহত দুজনের পরিবারকে ৩ লক্ষ টাকা এবং আহত ২ জনের পরিবারকে ৫০হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায় মৃত চার জনের নাম যমুনা সিং(৪৫), কানাইয়া সিং(১৮), কৌশল দেবী(৩৫) ও স্বরসতী দেবী(১০)। ঘটনা প্রসঙ্গে জানা যায় দিন কয়েক আগে এই চার জন বলরামপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে পাটনার ফতুয়া এলাকায় ফুল বিক্রি করতে যান। মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় বৃষ্টি থেকে বাচঁতে তারা স্টেশনের অদূরে একটি গাছ তলায় আশ্রয় নেন। সেই সময় ওই গাছের উপর বাজ পড়লে ঘটনা স্থলেই মৃত্যু হয় চার জনের ও আহত হন আরও দুই জন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামজুড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct