নাজিম আক্তার, রতুয়া: সাধারণ যাত্রীদের সুবিধার জন্য চালু হয়েছিল যাত্রী প্রতীক্ষালয়। সেই যাত্রী প্রতীক্ষালয় দখল করে এখন রমরমিয়ে চলছে লটারি ব্যবসা। চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।নেই কোনো প্রশাসনের পদক্ষেপ। মালদহের রতুয়া বাস স্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়টি এখন লটারি ব্যবসায়ীদের দখলে।
জানা গেছে রতুয়া বাস স্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ড। দৈনিক হাজার হাজার মানুষের সমাগম এই স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড এর সাথে যুক্ত রয়েছ ভালুকা-হরিশ্চন্দ্রপুর, সামসি-চাঁচল ও মালদা, মানিকচক রাজ্য সড়ক।এই বাস স্টান্ড থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন কলকাতা, দুর্গাপুর সহ বিভিন্ন শহরে।
নিত্যযাত্রীদেরকে ঝড়-বৃষ্টি ও রৌদ্র উপেক্ষা করে রাস্তার ধারে বা কোনো চায়ের দোকানের ছাউনির তলায় আশ্রয় নিতে হয়। অপরদিকে যাত্রী প্রতীক্ষালয়টি ঘিরে রয়েছে নানান রকমের দোকান।যার মাশুল গুনতে হয় এই রতুয়া বাসস্ট্যান্ডে আসা নিত্যযাত্রীদের। প্রতীক্ষালয়টির পাশে সুলভ শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা থাকা সত্ত্বেও এদের জন্য যাত্রীরা যেতে পারে না বলে অভিযোগ। তবে, এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির এবাবে দখলদারির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct