সামিম আহমেদ, সোনারপুর: বিশ্ব রক্ত দাতা দিবস উপলক্ষে মকরমপুরের শিশু বিকাশ একাডেমীর বর্তমান ও পুরাতন ছাত্র ছাত্রীদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ‘রক্তদান জীবন দান’ এটাকে মূলমন্ত্র বানিয়ে এক মহতী উদ্যোগে শামিল হয়। এই কোভিড পরিস্থিতিতে ব্লাড ব্যাংকে রক্ত একেবারে শূন্য চারিদিকে রক্তের হাহাকার, এই বার্তা শিশু বিকাশ একাডেমীর ছাত্র-ছাত্রীদের কানে পৌঁছানো মাত্রই তিন-চার দিনের ব্যবধানে এই মহতী উদ্যোগের আয়োজন করে ফেলে। উক্ত রক্তদান শিবির ১৯ জন রক্তদাতা নিজের জীবনের প্রথমবারের রক্তদান। ছাত্র-ছাত্রীদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাতে বিদ্যালয়ের শিক্ষক মুন্সি রাকিব সহ একাধিক অশিক্ষক কর্মী ও রক্ত দান করেন। রক্তদান শিবিরে নারী পুরুষ মিলিয়ে মোট ৩৩ জন রক্ত দেন। বিদ্যালয়ের সম্পাদক মুন্সি আবুল কাশেম বলেন, ছাত্র-ছাত্রীরা সমস্ত সামাজিক কাজে যুক্ত হোক বিদ্যালয় থেকে সম্পূর্ণরূপে তাদের সহযোগিতা করা হবে। ছাত্রদের এই রকম ভালো কাজে আরও এগিয়ে আসায় ্শউৎসাহ দেন। শিক্ষক মুন্সি রাকিব বলেন, শিশু বিকাশ একাডেমীর ইতিহাসে এই প্রথম ছাত্রছাত্রীদের সামাজিক উদ্যোগ। শিক্ষক হিসাবে সত্যিই আপ্লুত। রক্তদাতা ইমরান সাদিক বলেন, দাদা দিদিরা আমাদের পথপ্রদর্শক, অনেক কিছু শিখলাম, মানুষের জন্য মানুষ। এই রক্তদান শিবির সফল করে তুলতে প্রাক্তন শিক্ষক রুহুল আমিন ও স্কুলের সদস্য হাজি আনার ঘরামি বিশেষভাবে সহযোগিতা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct