আপনজন ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। উপত্যকায় পুলিশ ও স্থানীয়দের মধ্যকার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুলিশ ও দুজন সাধারণ মানুষ। এছাড়া আহত হয়েছেন আরও তিন পুলিশ। বরামুলার সোপোর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল পুলিশ ও সিআরপির একটি যৌথ বাহিনী। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে একদল সন্ত্রাসী। পরে পুলিশও পাল্টা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিংহ বলেন, নিহত দুই পুলিশ সদস্যের নাম ওয়াসিম আহমেদ ও শওকত আহমেদ। তারা পুলিশের কনস্টেবল ছিলেন। এ হামলায় লস্কর-ই-তৈয়বার হাত রয়েছে বলে অভিযোগ করেন দিলবাগ। তিনি বলেন, হামলার স্থান সোপোরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct