আপনজন ডেস্ক: সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি তিমির কবলে পড়েছিলেন ৫৬ বছর বসয়ী মাইকেল প্যাকার্ড নামের এক মৎস্যজীবী। আস্ত মানুষ গিলতে না পেরে কয়েক মুহূর্ত পরই তাকে উগরে দেয় তিমি। মৃত্যুর মুখ থেকে প্রাণ নিয়ে ফিরে এসে ভাগ্যকেও বিশ্বাস করতে পারছেন না ওই ব্যক্তি। আমেরিকার ম্যাসাচুসেটসের দ্বীপে এই ঘটনা ঘটেছে। মাইকেল প্যাকার্ড তার এক সহযোগীকে নিয়ে সমুদ্রে গলদা চিংড়ি ধরতে গিয়েছিলেন। মাইকেল একজন ডুবুরিও। গভীর জলে নেমে গলদা ধরেন। তা করতে গিয়েই জলের নিচে ঝাঁকুনি অনুভব করেন। আচমকা একটা ধাক্কা খেয়ে চারদিক অন্ধকার হয়ে যায় তার। মাইকেল যেখানে মাছ ধরতে গিয়েছিলেন, সেখানে হাঙরের আনাগোনা। তাই হাঙরই তাকে মুখে পুরেছে বলে প্রথমে ভেবেছিলেন মাইকেল। কিন্তু পর ক্ষণেই বুঝতে পারেন হাঙর নয়। শরীরে তেমন কোনো যন্ত্রণাও অনুভব করেননি বলেও জানান মাইকেল। শুধু তাই নয়, তিমির মুখের ভেতরে তার শ্বাস-প্রশ্বাসও চলছিল বলে জানিয়েছেন তিনি। এভাবে কয়েক মুহূর্ত যখন কী করবেন ভাবছেন মাইকেল, সেই সময় আচমকাই তাকে উগরে বের করে দেয় তিমিটি। তিমির মুখ থেকে ছিটকে পড়ে কোনো রকমে সাঁতার কেটে পাড়ে এসে পৌঁছান তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অল্পবিস্তর ব্যথা ছাড়া শরীরে আর কোনো সমস্যাই দেখা দেয়নি তার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct