আপনজন ডেস্ক: অবশেষে গত বছরের মতো এ বছরও সৌদি আরব সরকার বিদেশিদের জন্য হজ বাতিল করে দিল। গত বছরের মতো এ বছরও শুধু সৌদি আরবের বাসিন্দারাই হজ করার সুযোগ পাবেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রক এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে শনিবার। এই নির্দেশের বিষয়টি সৌদি সরকারে হজ ও উমরাহ মন্ত্রকের হজ সম্পর্কিত হারামাইন শারিফাইনের ওয়েবসাইটেও উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এ বছর করোনা সংক্রমণের জন্য হজ শুধুমাত্র সৌদি আরবের নাগরিক তথা বাসিন্দাদের জন্য সীমাবদ্ধ করা হর। তবে, সেই সংখ্যা মাত্র ৬০ হাজার। ফলে, ভারত সহ বিশ্বের কোনও দেশের মুসলিমরা এ বছরও হজ করার সুযোগ পাচ্ছেন না।
এ ব্যাপারে আরও জানানো হয়েছে, হজে যেতে ইচ্ছুকদের দীর্ঘদিন রোগ মুক্ত থাকতে হবে। সেই সঙ্গে সৌদি সরকারে করোনা ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। তবেই হজের অনুমতি মিলবে। আর বয়স ১৮ থেকে ৬৫ বছর বয়সের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে।
এছাড়া, হজযাত্রীদের করোনা ভ্যাকসিন কমপক্ষে ১৪ দিন আগে নেওয়া থাকতে হবে। রবিবার বেলা একটা থেকে হজের আবেদন নেওয়া হবে অনলাইনে। তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমেই আবেদন জানাতে হবে। চলবে ২৩ জুন অবধি। যারা গত পাঁচ বছরের মধ্যে হজে যাননি, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরও করোনা সংক্রমণের জন্য বিদেশিদের জন্য হজ বাতিল করেছিল সৌদি আরব। শুধুমাত্র ১০০০জন সৌদি নাগরিক হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct