আপনজন ডেস্ক: প্রথম ইনিংসে অলআউট হয়ে গিয়েছিল, টেস্টের দ্বিতীয় দিন শেষ হতে না হতেই দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৮২। এখনো প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৩২২ রানের চেয়ে ১৪৩ রানে পিছিয়ে।
সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন শেষে ড্রেসিংরুমে ফেরার সময় ওয়েস্ট ইন্ডিজ কি তিন দিনের মধ্যেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ল?
দ্বিতীয় দিনে কুইন্টন ডি ককের অপরাজিত ১৪১ রানের সৌজন্যে ব্যাটিংয়ে দিনটা দক্ষিণ আফ্রিকার হয়েই ছিল। এরপর দুই প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদা ও আনরাইখ নর্তিয়ে মিলে ওয়েস্ট ইন্ডিজকে আরও ভোগালেন!
দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারদেরই সামলাতে পারছে না ক্যারিবীয়রা! প্রথম ইনিংসে লুঙ্গি এনগিডি ও নর্তিয়ের সামনে ভুগেছেন হোল্ডার-ব্রাফেট-হোপরা। এনগিডি নিয়েছিলেন ৫ উইকেট, নর্তিয়ে ৪টি।
দ্বিতীয় ইনিংসে কাল দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই আবারও ক্যারিবীয়দের ভোগাতে হাজির নর্তিয়ে, এবার এখন পর্যন্ত তাঁর সঙ্গী রাবাদা। দুজনে নিয়েছেন দুটি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কাল তৃতীয় দিন শুরু করবেন দুই অপরাজিত ব্যাটসম্যান রোস্টন চেজ (২১*) ও জার্মেইন ব্ল্যাকউড (১০*)।
পঞ্চম উইকেটে চেজ-ব্ল্যাকউড মিলে এরই মধ্যে ৩১ রানের জুটি গড়েছেন, খেলে ফেলেছেন ৭৪ বল। না হলে চতুর্থ উইকেট তো ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল ৫২ রানেই!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct