জৈদুল সেখ, কর্ণসুবর্ণ: করোনা রোগীদের বিশেষ পরিষেবা দিতে বহরমপুর ব্লকের অন্তর্গত কর্ণসুবর্ণ হাসপাতালে চালু করা হলো কভিড ওয়ার্ড। করোনা রোগীদের জন্য কর্ণসুবর্ণ হাসপাতালে এই প্রথম চালু করা হল চার বেড বিশিষ্ট এই কভিড ওয়ার্ড। এখানে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন থেকে শুরু করে ওষুধ সমস্ত পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের বিএমওএইচ ডাক্তার সুতানুকা সাহা। বৃহস্পতিবার বিকেলে এই কোভিড ওয়ার্ড উদ্বোধন করেন মন্ত্রী সুব্রত সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর মেডিক্যাল কলেজের ডাক্তার বেরা, বিধায়ক হাসানুজ্জামান এবং সি এম এইচ প্রমুখ্। মন্ত্রী সুব্রত সাহা বলেন, কেউ কভিড আক্রান্ত হলে তাকে বহরমপুরে আসতে হতো কিন্তু আজ থেকে এই রাঙামাটি কর্ণসুবর্ণ তথা পার্শ্ববর্তী এলাকার মানুষ এবার থেকে এই কর্ণসুবর্ণ হাসপাতালে কভিড সংক্রান্ত সমস্ত সুবিধা পাবেন।
ডাক্তার বেরা বলেন, আতঙ্ক নয় সতর্ক থাকুক, অসুস্থ হলে হাসপাতালে এসে চিকিৎসা করুন, আমরা আপনার পরিষেবা দিতে সদা তৎপর। কর্ণসুবর্ণ হাসপাতাল বিশেষ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেছেন বিধায়ক হাসানুজ্জামান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct